বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বরাবরই নিজের স্ট্রাগল নিয়ে কোনও মন্তব্য করতে পিছপা হন না। এবারও তার ব্যতিক্রম হলো না। অভিনেত্রীকে অনেকেই উপদেশ দিয়েছিলেন নাচের মাধ্যমে বলিউডে পা না রাখার জন্য।
নোরা কাজকে সম্মান করেন। একাধিকবার তিনি জানিয়েছিলেন, কোনও কাজের সুযোগই তার কাছে ছোট নয়। প্রথম থেকেই নিজের কাজ নিয়ে যত্নশীল। যদিও কটাক্ষ সহ্য করতে শিখে গেছেন তিনি।
এক সাক্ষাৎকারে সম্প্রতি নোরা বলেন, ‘বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি। এখন যে যাই বলেন, আমার গায়ে খুব একটা লাগে না।’ অভিনেত্রীর পিআর টিম তাকে জানিয়েছিল, তিনি যেন কোনও বড় অভিনেতাকে ডেট করেন। তাহলেই বলিউডে ভালো কাজের প্রস্তাব পাওয়া যায়।