“আমার শৈশব-কৈশোর কেটেছে দেশের বাইরে। তাই বাংলায় দুর্বল ছিলাম। ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে। ঠিকমতো স্ক্রিপ্ট পড়তে পারতাম না। আমি চাইতাম কেউ আমাকে স্ক্রিপ্ট পড়ে শোনাক; সেটাই আমার জন্য সহজ হবে। উচ্চারণ সমস্যা ঠিক করার চেষ্টা করেছি। অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ইচ্ছা ছিল না। কিন্তু যখন ঠিক করলাম অভিনয়ে নিয়মিত হবো তখন আর থেমে থাকিনি।”— এভাবেই কথাগুলো বলেন মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়নি। অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে মেহজাবীন অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ‘প্রিয় মালতী’ সিনেমার নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অন্যতম প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট। আয়োজনে এসেছিলেন রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরী।
মেহজাবীন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।