আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের এস এস পাওয়ার প্ল্যান্টের নামে নেওয়া ঋণের সুদ ও ফিয়ের ওপর কর সুবিধা প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর সুবিধা বাতিলের আদেশটি আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
২০১৯ সালের ১৩ মার্চ এস আলম গ্রুপকে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ঋণের বিপরীতে সুদের অর্থের ওপর উৎসে কর মওকুফ করা হয়। এখন এই আদেশের ফলে ঋণের কিস্তি পরিশোধের সময় সুদের ওপর অগ্রিম উৎসে কর দিতে হবে।