1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

ক্লাব কোনো চিকিৎসাকেন্দ্র নয়: পালমেইরেস সভাপতি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৫ বার পঠিত

নেইমার জুনিয়র চোটের কারণে টানা এক বছর ফুটবলের বাইরে ছিলেন । অবশেষে ভক্তদের আশা দেখিয়ে চলতি মাসের শুরুর দিকে আল হিলালের জার্সিতে ফিরেছিলেন তিনি। কিন্তু দুই ম্যাচ পর আবারও চোটে লেগে ৪ সপ্তাহের জন্য ছিটকে যান এই ব্রাজিলিয়ান।

ইনজুরিতে বিধ্বস্ত এই সুপারস্টার বলতে গেলে একরকম বোঝায় পরিণত হয়েছেন আল হিলালের।

সম্প্রতি গুঞ্জন উঠেছে, আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হলে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরেসে যোগ দেবেন নেইমার। কিন্তু আজ রোববার ক্লাবটির সভাপতি লেইলা পেরেইরার কথা শোনার পর সেই গুঞ্জনও উড়ে গেছে। পেরেইরা তির্যক ভঙ্গির ভাষায় জানিয়ে দিয়েছেন, নেইমারের সঙ্গে চুক্তিতে আসবে না পাইমেইরেস।

 

পেরেইরা জানান, ফিট ফুটবলারকে খুঁজছে তারা। এমন ফুটবলারকে চান, যাকে চুক্তিতে আনার পরপরই খেলানো যাবে। কোচ চাইলে যাকে আগামীকালই খেলাতে পারবেন। ইনজুরিকে বিধ্বস্ত কোনো ফুটবলারকে তারা ক্লাবে চান না।

পেরেইরা বলেন, ‘পালমেইরাসের হয়ে খেলবেন না নেইমার। এই ক্লাব কোনো চিকিৎসাকেন্দ্র নয়। আমি এমন খেলোয়াড় চাই যারা আগামীকাল খেলতে প্রস্তুত, যদি কোচের প্রয়োজন হয়। যে খেলোয়াড় মাঠে নামতে পারবে না আমরা তার সঙ্গে চুক্তি করবে না।’

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর