1. admin@totalpost24.com : admin :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

সপ্তাহে চার দিন খোলা থাকবে শাহ আমানত বিমানবন্দর

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮ বার পঠিত

শীতকালে ঘনকুয়াশার কারণে ঢাকায় বিমান অবতরণে সমস্যা হলে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের জন্য সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা বিমানবন্দর খোলা রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। ১৭ নভেম্বর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, অতীতে শীতকালীন ঘনকুয়াশার কারণে বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে তা অন্য দেশের বিমানবন্দরে নিয়ে যেতে হতো। তবে এবার বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে চার দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। বাকি তিন দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একইভাবে চালু থাকবে। ফলে বিকল্প হিসেবে এই দুটি বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ডিং করানো যাবে। এসময় বেবিচক চেয়ারম্যান যাত্রী প্রান্তিক ভবন, যাত্রী লাউঞ্জ,  রানওয়ে, অ্যাপ্রোন, নতুন বোর্ডিং ব্রিজ, শিশু পার্ক, ড্রাইভওয়েসহ অন্য চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, বিমানবন্দরের আধুনিকায়ন এবং উন্নয়ন কার্যক্রম যাত্রীসেবা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে এসব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন।

এ ছাড়া আজ সকালে বেবিচকের সহযোগিতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অরবিস ফ্লাইং আই হসপিটাল’ এর কার্যক্রম উদ্বোধন করা হয়। উল্লেখ্য, চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে ১১তম বারের মতো বাংলাদেশে অবতরণ করল এই উড়ন্ত হাসপাতাল।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর