পুশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আবারও দুই জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর রাতে সাতক্ষীরা রেঞ্জের কেওড়াতলী খাল থেকে তিন সদস্যের একটি দস্যু দল অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়। অপহৃত জেলেদের নৌকায় থাকা সহকর্মী রফিকুল ইসলাম ও সোহাগ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
অপহৃত জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে ইয়াজুল ইসলাম (৫৫) ও চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮)।
জেলের স্বজনরা জানান, কদমতলা স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাস (অনুমতি) নিয়ে আরও চার সহযোগীর সঙ্গে শনিবার রিয়াজুল ও ফয়সাল বনে যান। রোববার রাতে কেওড়াতলী খালে নৌকায় ঘুমন্ত অবস্থায় অস্ত্রধারীরা এসে দুই নৌকা হতে দুইজনকে তুলে নিয়ে যান। পরবর্তীতে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ নিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হবে বলেও অপহরণকারীরা জানায়।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড হাসানুর রহমান বলেন, জেলে অপহরণের বিষয়ে তাদের কেউ কোনো তথ্য দেয়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, এ ধরনের কোনো অভিযোগ থানা পুলিশকে কেউ জানায়নি। তবে বিষয়টির খোঁজ-খবর নেওয়া হবে।