1. admin@totalpost24.com : admin :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

উপদেষ্টা আসিফের সঙ্গে পা‌কিস্তানের ইক‌মিশনারের সেলফি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত

নভেম্বর ১৮ সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে সেলফি নেন পাকিস্তানের হাইকমিশনার। তি‌নি সেই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় হাইক‌মিশনার নিজের ফোনে তোলা সেল‌ফিতে ব‌ন্দি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদকে। ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

 

টুইটে হাইকমিশনার লেখে‌ন, আজকে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ হয়েছে। এ সময় বিপিএলের (বাংলা‌দেশ প্রিমিয়ার লীগ) উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানি কিংবদন্তি গায়ক রাহাত ফতেহ আলী খানের পারফরম্যান্সসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো আলোচনায় এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর