1. admin@totalpost24.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

পুলিশে আবারও বড় রদবদল

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত

পুলিশে ফের বড় রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। গতকাল বুধবার সদ্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে তাদের এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ২৩ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এদিকে একই দিনে পুলিশের শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে। আইজিপি ময়নুল ইসলামকে সরিয়ে পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়া হয় চার বছর আগে অবসরে যাওয়া বাহারুল আলমকে। এদিন ডিএমপি কমিশনার মাইনুল হাসানকে সরিয়ে অবসরে যাওয়া আরেক কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলীকে দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে তারা নিজ নিজ দপ্তরে আগের আইজিপি ও ডিএমপি কমিশনারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর